পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagatdal Shootout: জগদ্দল শুট-আউটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল - শুট আউটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে

By

Published : Aug 3, 2022, 6:42 PM IST

গতকাল জগদ্দলে হেরোইন বিক্রির প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করেছে দুষ্কৃতীরা (Accused Arrested on Jagatdal Shootout Case) ৷ গুলিবিদ্ধ হয়েছেন 1 মহিলা ও 1 ব্যাক্তি। সেই শুট আউটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ গুলিবিদ্ধ ব্যাক্তি জব্বর আনসারি অভিযোগ করেন এলাকা মাদকাসক্ত হয়ে পড়ছে। এর প্রতিবাদ করায় মুন্সি নামে এক হেরোইন বিক্রেতা তাঁর ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশ মুন্সি ওরফে বিকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে। বয়স 17 হওয়ায় বিকাশকে জুভেনাইল আদালতে তোলা হবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details