পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Siliguri Charak Mela Accident : চড়ক পুজোয় দুর্ঘটনা, আহত 3 - Siliguri Charak Mela Accident

By

Published : Apr 15, 2022, 3:57 PM IST

শিলিগুড়িতে চড়ক মেলায় দুর্ঘটনা (Siliguri Charak puja Accident)। ঘটনায় গুরুতর আহত 3 ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকার বিএড কলেজ ময়দানে। চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ জখমরা প্রত্যেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, চড়ক গাছে ঘোরার সময় আচমকাই ভেঙে পড়ে কাঠামো। তাতেই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ। ঘটনার পর বন্ধ হয়ে যায় চড়ক মেলা। ইতিমধ্যে ওই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কেন ওই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কমিটি।

ABOUT THE AUTHOR

...view details