ABVP Protest in Raiganj: কেবল পার্থ নয়, গ্রেফতার করতে হবে মুখ্যমন্ত্রীকেও; এবিভিপি-র বিক্ষোভে উত্তাল রায়গঞ্জ
এসএসসি মামলার তদন্ত করতে গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি । এ বার রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অবিলম্বে গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (Burning Effigies of Partha Chatterjee)। বিক্ষোভ শেষে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে গেলে রায়গঞ্জ থানার পুলিশ তাদের বাধা দেয় । এই নিয়ে পুলিশের সঙ্গে এবিভিপি-র ধস্তাধস্তি হয় । ধস্তাধস্তিতেই তিন এবিভিপি কর্মী জখম হন বলে দাবি । এবিভিপি কর্মীদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে এই অভিযোগে বিবেকানন্দ মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু হয় । শহরের মূল কেন্দ্রে অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ তাদের দাবি, "শুধু রোমিয়ো পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলেই হবে না, রাঘব বোয়ালদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷"