Hanskhali Rape : হাঁসখালি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিক্ষোভ এবিভিপি'র - Hanskhali Rape
হাঁসখালি নাবালিকা ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শ্মশানে মূল অভিযুক্তর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থিত এবিভিপি সংগঠন(Hanskhali Rape)। বুধবার তারা মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসে। প্রথমে পরিবারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিভিপি-র দক্ষিণবঙ্গের সম্পাদক তুলসি সরকার বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর যা অবস্থা, তাতে প্রতিটা ঘটনাতেই সিবিআই-এর উপর তদন্তভার তুলে দিচ্ছে আদালত। তার কারণ রাজ্য পুলিশের ওপর আর কেউ আস্থা রাখতে পারছে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে মূল অভিযুক্ত-সহ যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক।" এর পাশাপাশি সিবিআই প্রসঙ্গে তারা বলেন আমাদের আস্থা রয়েছে এবার সত্যিটা সামনে উঠে আসবে।