ABVP Agitation : এবিভিপির আন্দোলন ঘিরে ব্যপক উত্তেজনা সল্টলেকে - ABVP Agitation
এবিভিপির আন্দোলন ঘিরে ব্যপক উত্তেজনা সল্টলেকে (ABVP Agitation) । মিছিল করে বিকাশ ভবন যেতে গেলে ইন্দিরা ভবন মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ । আন্দোলনকারীদের ওপর জলকামান দিয়ে জল দেওয়া হয় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় । পশ্চিমবঙ্গে ঘটে চলা নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের বিরুদ্ধে রাজ্য সরকার যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তারজন্য মহিলা কমিশনকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানানো হয় ৷ পাশাপাশি দলীয় রাজনীতির নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে চরম নৈরাজ্য দখলদারি দুর্নীতির প্রতিবাদে এবং ছাত্র সংসদ নির্বাচন-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শূন্য পদে দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়া ও ছাত্রীদের সুরক্ষার দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচির ডাক দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিক্ষোভ কর্মসূচি । সল্টলেক সিটি সেন্টারের কাছ থেকে মিছিল করে বিকাশ ভবন যাওয়ার আগেই ইন্দিরা ভবনের কাছে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ ।