Abhishek Porel Interview : অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সুযোগ পেয়ে ইটিভি ভারতের মুখোমুখি অভিষেক পোড়েল - Abhishek Porel Interview with ETV Bharat
অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত চন্দননগরের অভিষেক পোড়েল । মাত্র আট বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু । প্রতিনিয়ত তাঁকে উৎসাহ দিয়েছে দাদা ঈশান পোড়েল ৷ বর্তমানে বাংলার হয়ে রঞ্জি ট্রফির প্রস্তুতি নিচ্ছিল অভিষেক ৷ ভবিষ্যতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় বাংলার এই তরুণ ক্রিকেটার (Abhishek Porel Interview) ।
TAGGED:
Abhishek Porel Interview