পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Aam Panna Recipe : সহজ তিনটি ধাপে বানান আমপান্না, রইল রেসিপি - সানস্ট্রোক এড়াতে খান আমপান্না

By

Published : Jun 24, 2022, 8:59 PM IST

গরমে অন্যতম জনপ্রিয় পানীয় হল আমপান্না(Aam Panna Recipe)৷ এর টক মিষ্টি স্বাদ সবার কাছেই অত্যন্ত প্রিয় ৷ একটি দু্র্দান্ত তৃষ্ণা নিবারণ করা ছাড়াও আমপান্নার একাধিক গুণ রয়েছে ৷ এটি শরীরের গ্যাস্ট্রোর সমস্যাগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে ৷ এটি সোডিয়াম ক্লোরাইড (নুন) এবম আয়রনের ক্ষতি প্রতিরোধ করে ৷ যদি নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করা যায় তবে এটি যক্ষ্মা, রক্তাল্পতা, কলেরা ও আমাশয়ের মতো রোগগুলিকেও নিয়ন্ত্রণে রাখে ৷ আমপান্না হল হিটস্ট্রোককে হারানোর সেরা উপায়গুলির মধ্যে একটি ৷ এটি বানানো খুব সহজ, মাত্র তিনটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই এটি বানানো যায় ৷ এটি বানানোর জন্য দরকার কাঁচা আম, গুড় বা চিনি ও এলাচ ৷ আমাদের এই আমপান্না বানানোর রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন লাগল তা আমাদের জানান(Aam Panna Recipe Summer Drinks)৷ আমপান্নার সঙ্গে আপনার গরম হোক কুল ৷

ABOUT THE AUTHOR

...view details