Dumdum park : দমদম পার্কে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ প্রৌঢ় - Suspected Drowning of Senior Citizen
প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সাঁতার কাটতে গিয়েছিলেন সুনীলকুমার চৌধুরী ৷ সময়মতো বাড়ি না-ফেরায় তাঁর মেয়ে ফোন করে ৷ কিন্তু ফোন বেজে গেলেও উত্তর মেলেনি ৷ পরিবারের লোকজন এসে পুকুরের ধারে তাঁর মোবাইল, চশমা, মানি ব্যাগ পাওয়া যায় ৷ সন্দেহ করা হচ্ছে, দমদম পার্ক শ্যামনগরের বাসিন্দা সুনীলকুমার চৌধুরী (62) ওই পুকুরে ডুবে গিয়েছেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েছে ৷ এখনও পর্যন্ত তাঁর মৃতদেহের সন্ধান মেলেনি (A Senior Citizen from Dum Dum Park area suspected to be drowned in a lake during swimming) ৷