Fire in Running Car : চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রী ও চালকের - Fire in a Running Car at Nabadwip
নদিয়ার মায়াপুর থেকে কলকাতা যাওয়ার পথে হঠাৎই একটি চলন্ত গাড়িতে আগুন লাগল ৷ বেগতিক দেখে স্টার্ট বন্ধ করে দিয়ে তড়িঘড়ি গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন যাত্রী ও চালক । সোমবার রাতে ঘটনাটি ঘটে নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর কাছে (A running car caught on fire in Nabadwip)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও দমকল ৷ দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কী কারণে ওই গাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে প্রাথমিক অনুমান ইঞ্জিনের ভিতর শর্ট সার্কিট হয়ে এই আগুন লেগে থাকতে পারে । আগুন নেভানোর পর গাড়িটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।