Pointman Save Old Man : রেলকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধের, দেখুন শিহরণ জাগানো ভিডিয়ো ! - রেল কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধের
কথায় বলে রাখে হরি মারে কে ! এখানে হরি রেখেছেন কি না জানা নেই ৷ কিন্তু রেলের পয়ন্টেসম্যানের তৎপরতার প্রাণে বাঁচলেন বৃদ্ধ (Pointman Save Old Man) ৷ শুক্রবার ভোর 5টা নাগাদ একটি খড়গপুরগামী একটি পণ্যবাহী ট্রেন(BCN-VZM) বালিচক 2 নম্বর প্ল্যাটফর্মের আসছিল । সেই সময়ে রেলের সিগন্যালের দায়িত্বে ছিলেন পয়েন্টসম্যান সতীশ সামন্ত । সিগন্যাল ক্লিয়ারের সময় তিনি দেখতে পান ট্রাকে প্রবীন নাগরিক পা পিছলে পড়ে গিয়েছেন ৷ পণ্যবাহী ট্রেনটিকে দ্রুত গতিতে ছুটে আসতে দেখেও ওই রেলকর্মী জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 50 মিটার দৌড়ে ট্রাকে গিয়ে ওই প্রবীন নাগরিককে ট্র্যাক থেকে তুলে নেন ৷ সমস্ত ঘটনাটি প্রকাশ পেয়েছে রেলের সিসিটিভি ক্যামেরায় ৷ ওই পয়েন্টসম্যানকে সম্মানিত করার ভাবনাচিন্তা শুরু করেছে রেল।
Last Updated : Jun 24, 2022, 12:04 PM IST