হুকিংয়ের তার ছিঁড়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির - বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু
আসানসোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম কাজল মাজি (40) । কুলটি থানার লালবাজার গ্রামের ঘটনা। অভিযোগ, BCCL-র বিদ্যুতের খুঁটি থেকে হুকিং করে গৃহস্থের একটি বাড়িতে লাইন টেনে নেওয়াতেই এই বিপত্তি । খোলা তার মাঠে ছিঁড়ে পড়ে ছিল। যা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন কাজল । তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন তাঁর স্ত্রী শ্যামলী মাজিও । ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷