ব্যারাকপুর স্টেডিয়ামে তৈরি হবে মিনি কোভিড হাসপাতাল - ব্যারাকপুর স্টেডিয়াম
উত্তর 24 পরগনা জুড়ে যেভাবে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে সেই কথা মাথায় রেখে ব্যারাকপুর স্পোর্টস ফ্রম স্টেডিয়ামকে আগেই সেফহোমে পরিণত করা হয়েছিল ৷ পরিবর্তিত পরিস্থিতি দেখে সেটিকে আরও 150 টি বেড বাড়িয়ে সেফহোম থেকে কোভিড মিনি হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ এখানে যেমন অক্সিজেন হাব থাকবে, তেমনি রাখা হবে চিকিৎসক ৷ কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে ৷