অসুর যখন শি চিনপিং - সি চিনপিং
সিংহের কামড়ে এখানে ধড় থেকে মুণ্ড আলাদা হয়েছে মহিষাসুরের ৷ কিন্তু সেই মুণ্ডর দিকে তাকালে চমকে উঠতে হয় ৷ কারণ এখানে মহিষাসুরের মুণ্ডটি চিনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর মুখের আদলে ৷ এমনই মূর্তি বানিয়ে এবার দৃষ্টি আকর্ষণ করেছে বহরমপুরের স্বর্গধাম সেবক সংঘের পুজো ৷