Couple Harassed in Newtown : নিউটাউনে অন্তঃসত্ত্বা এবং তাঁর স্বামীকে হেনস্থার অভিযোগ - A auto driver allegedly harassed a couple in Newtown
রাতের শহরে ফের অটো দৌরাত্ম্যের অভিযোগ ৷ নিউটাউনের সাপুরজির কাছে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা এবং তাঁর স্বামীকে হেনস্থার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে (Auto Driver Harassed Couple in Newtown) ৷ সেই সঙ্গে এলাকার দোকানদাররাও ওই মহিলার স্বামীকে হেনস্থা করে বলে অভিযোগ ৷ মূলত অটো চালকের সঙ্গেই প্রথম বচসা শুরু হয় গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে ৷ জানা গিয়েছে, মহিলা এবং তাঁর স্বামী সল্টলেক থেকে নিউটাউনের বাড়িতে ফিরছিলেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷