পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

AIDSO Rally in Kolkata ডিএসওর মিছিল ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিট, আটক 82 - College Street

By

Published : Aug 23, 2022, 6:54 PM IST

এআইডিএসওর (AIDSO) মিছিল ঘিরে মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার কলেজ পাড়ায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতিতে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিটের (College Street) এমজি রোড ক্রসিং চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশ বিক্ষোভকারীদের আটক করে লালবাজারে নিয়ে যায়। কোচবিহারের এক কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের অধ্যক্ষকে ঘেরাওয়ের ঘটনাকে কেন্দ্র করে ডিএসও কর্মী সমর্থকদের পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে এদিন শ্রদ্ধানন্দ পার্ক থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলের ডাক দেয় এআইডিএসও ৷ 33 জন মহিলা এবং 49 জন পুরুষ কর্মী-সমর্থককে পুলিশ এদিন আটক করে কলেজ স্ট্রিট চত্বর থেকে (82 detained from DSO rally at College Street) ৷

ABOUT THE AUTHOR

...view details