Food Poisoning : কান্দিতে সেহরি খেয়ে অসুস্থ একই পরিবারের 6 সদস্য - 6 members of a family fall sick after eating sehri during Ramadan in kandi
রমজানের সেহরি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ছয় সদস্য (6 members of a family fall sick after eating sehri) ৷ ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামের ৷ প্রাথমিকভাবে অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ৷ রোজা শুরুর আগে প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোররাতে সেহরি খান পরিবারের সকলে । তার কিছুক্ষণ পর থেকেই অসুস্থবোধ করতে থাকেন সকলে ৷ অবস্থার অবনতি হলে ছয়জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।