Police and Public Clash : জনতা পুলিশ সংঘর্ষে উত্তপ্ত ফরাক্কা, আহত 4 - জনতা পুলিশ সংঘর্ষ
আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বরাত পেয়েছে । শনিবার হাইটেনশন তার টাঙানোর কাজ চলছিল । চাষিরা চাষের জমির উপর দিয়ে তার নিয়ে যেতে বাধা দেয়। এমনকী ব্লক প্রশাসনের হস্তক্ষেপেও গ্রামবাসীরা রাজি হয়নি জমির উপর দিয়ে তার নিয়ে যেতে । এদিন জোর করে সংস্থার কর্মীরা তার টাঙাতে এলে বিপত্তি ঘটে । বিদ্যুতের তার নিয়ে যেতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাষিরা । পরে সেই বচসা রণক্ষেত্রের চেহারা নেয় । পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে আহত হন সামশেরগঞ্জ পুলিশ লাইনের পুলিশ কর্মী ধনঞ্জয় সরকার। আহতহন বেশ কয়েকজন গ্রামবাসী ( Police and Public Clash)।