Raban Burning Festival : মল্লরাজাদের সময় থেকে রাবণ বধের শোভাযাত্রা বিষ্ণুপুরে - Lord Ram
রামের রাবণ হত্যার পর রামের অনুগামী বানর, জাম্বুবান, সুগ্রীবরা বিজয় মিছিল করেছিলেন। হাজার বছর পেরিয়ে গেলেও সেই ধারাকে বজায় রেখেছে বাঁকুড়ার বিষ্ণুপুরবাসী। দশমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত বানর, সুগ্রীব এবং জাম্বুবানের রুপ ধারণ করে চলে শোভাযাত্রা। সেই শোভাযাত্রার পালা শেষ হলে শুরু হয় রাবণ বধের পালা। মল্লরাজাদের পাঞ্জা নিয়ে এই ধারা গত 300 বছর ধরে একইভাবে হয়ে আসছে।