পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Boys Drowned in Mathabhanga: গ্রামের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু 3 নাবালকের - গ্রামের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু 3 নাবালকের

By

Published : Jul 17, 2022, 8:28 PM IST

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু 3 বালকের। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের ফকিরেরকুঠি গ্রামে (3 Boys Drowned in Pond While Bathing)। মৃতদের নাম বিবেক বর্মন (10), দেব দাস (9) এবং রোহিত দাস (9)। স্থানীয় সূত্রে খবর, এদিন চার স্কুল পড়ুয়া গ্রামের একটি পুকুরে স্নান করতে যায়। এরমধ্যে 3 জন ওই পুকুরের জলে তলিয়ে যায়। অপরজন একজন গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা এসে পুকুর থেকে ওই তিন জনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details