Belacoba Wood Recovered: কাঠ পাচারের ছক বানচাল, উদ্ধার 20 লক্ষ টাকার কাঠ - Belacoba Wood Recovered
সিমেন্টের আড়ালে কাঠ পাচারের ছক বানচাল করল বেলাকোবা রেঞ্জের অফিসার (20 Lakh Rupees Wood Recovered in Belacoba)। জানা গিয়েছে, অসম থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল চোরাই সেগুন কাঠ । খবর পেয়ে 14 চাকার একটি লরি আটকের পাশাপাশি প্রায় কুড়ি লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ । গ্রেফতার হয়েছে একজন । জানা গিয়েছে, বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে গোপন সূত্রে খবর আসে বার্মা টিক কাঠ অসম থেকে কলকাতা পাচার হবে ৷ এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার জলপাইগুড়ি শিলিগুড়িগামী 31 নং জাতীয় সড়কের করতোয়া সেতুর কাছে বনকর্মীরা ওত পেতে থাকে । সিমেন্ট বোঝাই 14 চাকা একটি লরিকে আটকে তল্লাশি করতেই বেরিয়ে আসে চোরাই কাঠ ৷ আসারুল মোহম্মদ নামে উত্তর প্রদেশের একজনকে গ্রেফতার করা হয়েছে ।
TAGGED:
Belacoba Wood Recovered