পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Belacoba Wood Recovered: কাঠ পাচারের ছক বানচাল, উদ্ধার 20 লক্ষ টাকার কাঠ - Belacoba Wood Recovered

By

Published : Jul 19, 2022, 6:31 PM IST

সিমেন্টের আড়ালে কাঠ পাচারের ছক বানচাল করল বেলাকোবা রেঞ্জের অফিসার (20 Lakh Rupees Wood Recovered in Belacoba)। জানা গিয়েছে, অসম থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল চোরাই সেগুন কাঠ । খবর পেয়ে 14 চাকার একটি লরি আটকের পাশাপাশি প্রায় কুড়ি লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ । গ্রেফতার হয়েছে একজন । জানা গিয়েছে, বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে গোপন সূত্রে খবর আসে বার্মা টিক কাঠ অসম থেকে কলকাতা পাচার হবে ৷ এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার জলপাইগুড়ি শিলিগুড়িগামী 31 নং জাতীয় সড়কের করতোয়া সেতুর কাছে বনকর্মীরা ওত পেতে থাকে । সিমেন্ট বোঝাই 14 চাকা একটি লরিকে আটকে তল্লাশি করতেই বেরিয়ে আসে চোরাই কাঠ ৷ আসারুল মোহম্মদ নামে উত্তর প্রদেশের একজনকে গ্রেফতার করা হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details