পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Purulia Shooting : আদ্রার রেল ইয়ার্ডে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত দুই শ্রমিক - আদ্রার রেল ইয়ার্ডে শ্যুট আউট

By

Published : May 16, 2022, 7:14 PM IST

সোমবার দুপুরে পুরুলিয়ার আদ্রার রেল ইয়ার্ডে চারজন দুষ্কৃতী হঠাৎই এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয় ৷ যার কারণে গুলিবিদ্ধ হয়েছেন দুই শ্রমিক (2 workers injured in firing incident at Adra railway yard) । আহতদের নাম অনিল কুমার সাও, তাঁর বাড়ি বোকারোতে। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে ৷ অপর কর্মচারীর নাম তারক দে, তিনি অন্ডালের বাসিন্দা । তিনি পিঠে গুলিবিদ্ধ হয়। তাঁরা বর্তমানে ভর্তি রয়েছেন রঘুনাথপুর হাসপাতালে। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার আগে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের উদ্দেশ্যে একটি চিঠি দিয়ে যায়। অন্যান্য শ্রমিকদের কাছ থেকেও মোবাইল ও নগদ টাকা লুট করে ওই দুস্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা থানার পুলিশ ও আদ্রার রেল পুলিশের কর্তারা। পুলিশ সূত্রের খবর, নাইমএমএম পিস্তল থেকে নয় রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details