পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ganja Recovered: গাঁজা পাচার চক্রে জামতারা গ্যাং! বারাবনিতে গ্রেফতার দুই - গাঁজা পাচারেও নাম উঠল জামতাড়ার

By

Published : Sep 5, 2022, 9:14 PM IST

হ্যাকিং, এটিএম কার্ড থেকে কৌশলে টাকা লোপাট ৷ এসব নিয়ে জামতারা গ্যাং'য়ের নাম আগে বহুবার সংবাদে শিরোনামে এসেছে। এবার গাঁজা পাচারেও নাম উঠল উত্তরপ্রদেশের কুখ্যাত এই গ্যাং'য়ের। জামতারার নলা এলাকা থেকে এ রাজ্যে গাঁজা পাচার করতে এসে সোমবার বারাবনি থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি (2 Accused Arrested on Ganja Recovered)। উদ্ধার হয়েছে 5 কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল। প্রতিদিনের ন্যায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অজয় নদীর ধারে রুনাকুরা ঘাটে নাকা তল্লাশি চালাচ্ছিল বারাবনি থানার পুলিশ। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে একটি বাইকে দুই আরোহী এ রাজ্যের দিকে আসছিল। এরপর তল্লাশিতে বেরিয়ে আসে প্রায় 5 কেজি গাঁজা (Ganja Recovered in Barabani)। ধৃত দু'জনের নাম জনার্দন পাল ও গোপীনাথ পাল। এদিনই পুলিশ দু'জনকে আসানসোল আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details