পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Halisahar Arrest: চাকরি দেওয়ার নামে প্রতারণা, হালিশহরে গ্রেফতার 12 - হালিশহরে গ্রেফতার ১২

By

Published : Jul 26, 2022, 10:24 AM IST

Updated : Jul 26, 2022, 2:29 PM IST

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গা-ঢাকা তবুও দিয়েও রেহাই পেল না সুলতান, সুভাশিষ এবং সৌরভরা । হুগলি, নদিয়া, দুই 24 পরগনা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় চাকরি দেওয়ার নাম করে লক্ষ টাকা প্রতারণা করত এরা (12 arrested in fraud job case at Halisahar) । সোমবার গোপন সূত্রে খবর পেয়ে হুগলি পুলিশের গোয়েন্দা বিভাগ 12 জনকে গ্রেফতার করে হালিশহরের কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে । টানা চারদিন ধরে এক্সপ্রেসওয়ের একটি হোটেলে লুকিয়ে ছিল প্রতারণা চক্রীরা। এদিন বিশাল পুলিশ বাহিনী হোটেলটি ঘিরে ফেলে । এরপরে সুলতানের পুরো প্রতারণা দলটিকেই পাকড়াও করে পুলিশ । কী কারণে বা কি জন্য প্রতারকরা এই হোটেলে গা ঢাকা দিয়েছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ ।
Last Updated : Jul 26, 2022, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details