Ivory Doll And Sculpture Recover : 10 কোটি টাকার হাতির দাঁতের পুতুল ও ভাস্কর্য উদ্ধার, গ্রেফতার 1 - Ivory Doll And Sculpture Recover
হুগলিতে ফাঁস হল বন্য প্রাণী চোরাকারবারিদের এক বড়োসড়ো চক্রের কুকীর্তি। কেন্দ্রীয় গোয়েন্দা ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও রাজ্য বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হয় বিপুল অঙ্কের হাতির দাঁতের তৈরি পুতুল ও ভাস্কর্য(Ivory Doll And Sculpture Recover)। যা বাজারমূল্য প্রায় 10 কোটি টাকা ৷ গ্রেফতার করা হয় একজনকে। জানা গিয়েছে, হুগলি রেঞ্জ এলাকার জনাই সংলগ্ন একটি বাড়িতে বিভিন্ন পশুর অংশ নিয়ে আসা হত। সেখানেই শিল্পীদের দিয়ে তৈরি করা হত এইসব জিনিস। গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্র ও রাজ্যের যৌথ দল বিশেষ অভিযান চালায় ওই বাড়িতে। অভিযান চলাকালীন দু'জন সেখান থেকে পালাতে সক্ষম হলেও একজনকে গ্রেফতার করা হয়েছে বলেই রাজ্য বোন বিভাগ সূত্রে খবর। ধৃতের নাম নারায়ন মাঝি। তাকে নিয়ে আসা হয়েছে হাওড়া বিএফও অফিসে। হাওড়া ফরেস্ট অফিসে রয়েছেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর উচ্চপদস্থ আধিকারিকরাও।