TMCP Protest in Asutosh College : আশুতোষ কলেজে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন শুভেন্দু - TMCP shows protest to Suvendu Adhikari in Asutosh College
বিক্ষোভে মুখে শুভেন্দু অধিকারী । আজ দুপুরে আশুতোষ কলেজের সামানে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান শুভেন্দু অধিকারী (Trinamool Chhatra Parishad Protest in Asutosh College)। হাজরা মোড়ে বিজেপির শহিদ শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি শেষে ফেরার পথে বিক্ষোভ মধ্যে পড়েন বিরোধী দলনেতা । শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু ৷ ছাত্রছাত্রী এবং শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের মধ্যে ধস্তাধস্তিও হয় খানিক ।
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST