Bengal Civic polls 2022 : শুভেন্দুর প্রচারে তৃণমূল কর্মীদের স্লোগান, পাল্টা 'জয় শ্রী রাম' বিজেপির - kanthi municipal election
বৃহস্পতিবার কাঁথি পৌরসভার ভোট প্রচারে বেরিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ তাঁকে দেখে মমতা ব্ন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা ৷ পাল্টা জয় শ্রী রাম স্লোগান দেন বিজেপি কর্মীরাও৷ এদিন সকালে দল প্রার্থীদের হয়ে কাঁথিতে জনসংযোগে বেরিয়েছিলেন শুভেন্দু ৷ প্রথমে 19 নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি । তারপর 18 নম্বর ওয়ার্ডের প্রচার শেষ করে 21 নম্বর ওয়ার্ডে প্রচারে গেলে তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা ৷ এতে অবশ্য দমে যাননি শুভেন্দু, তিনি কথা বলেন তৃণমূল কর্মীদের সঙ্গেও ৷
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST