Bengal Civic Polls Result 2022 : ইসলামপুর, ডালখোলা, কালিয়াগঞ্জ পুরসভাও ঘাসফুলের দখলে - bjp
রাজ্যের অন্যান্য জেলার মতো উত্তর দিনাজপুর জেলাতেও সবুজ ঝড় ৷ এখানেও চারিদিকে গান বাজছে 'খেলা হবে, খেলা হবে' ৷ এই জেলার ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ পুরসভায় সবুজ ঝড়ে উধাও গেরুয়া শিবির। কালিয়াগঞ্জে বিজেপি পেয়েছে 6টি আসন ৷ কিন্তু অন্যদিকে ডালখোলা পুরসভায় গেরুয়া শিবির শূন্যতেই আটকে। জয়ের আনন্দে মেতে উঠেছেন কালিয়াগঞ্জ ও ডালখোলার তৃণমূল কর্মী-সমর্থকরা। একে অপরকে সবুজ আবির রাঙিয়ে দেওয়ার পাশাপাশি বাজি ফাটিয়ে জয়ের আনন্দে মেতে উঠেছেন কর্মীরা। ডালখোলা পুরসভার মোট 14টি আসনের মধ্যে 10টি ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। কালিয়াগঞ্জ পুরসভার মোট 17টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১০টি আসনে ৷ এর পাশাপাশি ইসলামপুর পুরসভার মোট 17টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে 11টি ওয়ার্ডে ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST