Bengal Civic Poll Results 2022: বিরোধীশূন্য জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবড়া - বিরোধীশূন্য জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবড়া
পৌর নির্বাচনে বিরোধীরা দাঁত ফোটাতে পারল না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে। হাবরা পৌরসভার 24টি ওয়ার্ডের কার্যত ধরাশায়ী বিরোধীরা। 24টি ওয়ার্ডের 24টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা (Bengal Civic Poll Results 2022)। বিরোধীরা বলছে যেখানে ভোট হয়নি সেখানে এমন ফলাফল তো স্বাভাবিক। যদিও তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছে। বিগত পৌরভোটে হাবরায় বিজেপির কোনও স্থান না থাকলেও বামেদের দখলে দিল 8টি ওয়ার্ড। লোকসভা ভোট থেকে হাবরায় বিজেপির উত্থান হয়। 2019 সালের লোকসভা ভোটে প্রায় সবকটি ওয়ার্ডই বিজেপি দখল করে। বিধানসভা ভোটে 9টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। পতন হয়েছিল বামেদের। কিন্তু পৌরসভার ফল বেড়তে দেখা গিয়েছে হাবড়ায় কার্যত ধরাশায়ী হয়েছে বিরোধীরা। পৌরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 24 টিই পেয়েছেন তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে হাবড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক তথা 9 নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী নারায়ণ চন্দ্র সাহা বলেন, "লোকসভা ভোটে হাবড়ায় আমাদের হার হয়েছিল। পৌরভোটে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বুঝেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে মানুষ ভোট দিয়েছে। আগামীতে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে আরও উন্নয়ন হবে। বিরোধীদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে তাই এখন অনেক কিছুই বলবে।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST