Cooch Behar Panchayat Elections : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করব, জনসভা থেকে আশ্বাস উদয়নের - TMC will help oppositions to submit nominations in Panchayat Elections says Udayan Guha
পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করবেন বলে জানালেন উদয়ন গুহ (Udayan Guha on Cooch Behar Panchayat Elections) । দিনহাটার পাঁচমাথার মোড়ে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি-সিপিআইএম-কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে বলছি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনারা যাতে মনোনয়ন দিতে পারেন, সে ব্যবস্থা করা হবে । কেউ আপনাদের বাধা দেবে না । প্রয়োজনে আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের মনোনয়ন দিতে সহযোগিতা করব । এমনকি আপনাদের যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থাও করা হবে ।" পৌর নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগে জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরিয়ে দেয় দল ৷ সেকারণেই হয়ত এই মন্তব্য উদয়নের । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST