Bengal Civic Polls 2022 : কাঁথিতে শুভেন্দুর প্রচার, ফের বিক্ষোভ তৃণমূলের - tmc supporters raise slogan against suvendu adhikari in kanthi
বৃহস্পতিবারের পর শুক্রবার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Leader of Opposition Suvendu Adhikari) প্রচারের সময় তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকদের ৷ কাঁথি পৌরসভার নির্বাচন (Kanthi Municipality Election) উপলক্ষ্যে এদিন এখানকার 6 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ তাঁর এই প্রচার পর্বেই স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের ৷ যদিও তৃণমূলের এই স্লোগান-বিক্ষোভকে আমল দিতে চাননি শুভেন্দু ৷ তিনি জানান, মেদিনীপুরের মাটিতে তৃণমূল ভোট লুঠ করতে এলে প্রতিরোধ হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Kanthi Municipality Election