পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kalyan Banerjee on I-PAC : "আইপ্যাকের ঠেলায় আমাদের জান বেরিয়ে যাচ্ছে", বিস্ফোরক কল্যাণ - আইপ্যাকের ঠেলায় আমাদের জান বেরিয়ে যাচ্ছে একেবারে, বিস্ফোরক কল্যাণ

By

Published : Feb 21, 2022, 11:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

পৌরভোটে তৃণমূলের অন্দরে প্রার্থী বিক্ষোভ ও দলীয় নেতাদের নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে পড়া প্রসঙ্গে বলতে গিয়ে আইপ্যাককে তীব্র আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) ৷ সোমবার প্রশান্ত কিশোরের পরামর্শদাতা সংস্থা সম্পর্কে তিনি বলেন, "আমাদের সঙ্গে কেউ আলোচনায় করল না । এতদিন ধরে সাংসদ রয়েছি । এতদিন ধরে কাজ করছি । আইপ্যাকের রিপোর্ট অনুযায়ী কলকাতার এক নেতার সুপারিশে পৌরসভায় প্রশাসক বসানো হয়ে গেল । আজকে সেই মেম্বাররাই নির্দল প্রার্থী হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াই করছে । আইপ্যাকের লোকজন সার্ভে করতে গিয়ে এক এক জায়গায় 8-10 জনকে বলে এসেছে আপনারাই প্রার্থী হবেন ৷ এই আইপ্যাকের ঠেলায় আমাদের জান বেরিয়ে যাচ্ছে একেবারে ৷ কনট্র্যাক্টর লাগিয়ে রাজনৈতিক দল চলে না ৷"
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details