পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

MLA Attack Police At Chopra: পুলিশকে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল বিধায়ক - পুলিশকে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল বিধায়ক

By

Published : Apr 7, 2022, 9:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

সন্ত্রাস বন্ধ না করলে রামগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে পুলিশকে বেঁধে রাখার নিদান দিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান (MLA Attack Police At Chopra)। বৃহস্পতিবার চোপড়া বিধানসভার ইসলামপুর থানার ভদ্রকালী এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভায় এমনই মন্তব্য করেন তিনি। এছাড়াও বিধায়ক বলেন, "ভদ্রকালী এলাকায় আদিবাসীদের দুই একর ভেস্ট জমি স্থানীয় জাকির নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন । সেই জমি নিয়েই দালালি করছে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিন্টু বর্মন।"এসআই পিন্টু বর্মনের নাম করে হুঁশিয়ারি দিয়ে এলাকায় শান্তি রক্ষার্থে মানুষকে একজোট হওয়ার নির্দেশ দেন বিধায়ক।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details