Kunal Attacks Suvendu : শুভেন্দু ’রাজনৈতিক বেজন্মা’, কাঁথিতে ফের বললেন কুণাল - TMC Leader Kunal Ghosh
কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাজনৈতিক সভা করতে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে (WB LoP Suvednu Adhikari) ৷ বিধানসভার বিরোধী দলনেতাকে গদ্দার, মীরজাফর, রাজনৈতিক বেজন্মা বলে কটাক্ষ করেছিলেন তিনি । তারপর কাঁথি মহকুমা আদালতে কুণাল ঘোষের নামে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মানহানির মামলা করেন । মঙ্গলবার সেই মামলায় জামিন নিতে কাঁথি আদালতে হাজির হন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন (tmc leader kunal ghosh attack bjp leader suvendu adhikari) ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST