TMC Leader Attack on Agnimirta : অগ্নিমিত্রার এভিডেভিটে ঠিকানা প্রকাশ করে ঘরের মেয়ে নিয়ে খোঁচা তৃণমূলের - TMC Leader Attack on Agnimirta
আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের শ্লোগান "আসানসোল ঘরের মেয়েকে চায়"। বিভিন্ন প্রচার সভায় বা কর্মসূচিতে তাঁকে বারবার বলতে শোনা গিয়েছে, "আমি আপনাদের বাড়ির মেয়ে, আমি আপনাদের পাশে থাকব"। আর এই 'ঘরের মেয়ে' কেই সোশ্যাল মিডিয়ায় এবার কটাক্ষ তৃণমূলের (TMC Leader Attack on Agnimirta)। অগ্নিমিত্রা পালের বিধানসভা ভোটের সময় মনোনয়নের একটি এভিডেভিট প্রকাশ করে তৃণমূল দাবি করেছে, অগ্নিমিত্রা পাল সেখানে বাড়ির ঠিকানা লিখেছেন কলকাতা। কি করে তিনি আসানসোলের মেয়ে হলেন। যদিও ওই এভিডেভিটের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। এনিয়ে অগ্নিমিত্রা বলেন, "আমার জন্ম আসানসোলে। বিবাহসূত্রে আমার ঠিকানা কলকাতা হলে কি আমি আসানসোলের মেয়ে নই"৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST