Dilip Criticises New TMC Leadership : ‘পিসি-ভাইপোর পার্টি’, তৃণমূলের নয়া নেতৃত্ব নিয়ে কটাক্ষ দিলীপের - Abhishek Banerjee Remain National General Secretary of TMC
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেককে (Abhishek Banerjee Remains National General Secretary of TMC) বহাল রাখা নিয়ে মমতাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তৃণমূলকে ‘পিসি-ভাইপোর পার্টি’ বলে কটাক্ষ করলেন তিনি (TMC is Personal Property of Mamata Banerjee and Her Nephew) ৷ মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখাতে নাটক করেছিলেন ৷ তৃণমূলকে মমতা এবং অভিষেকের ব্যক্তিগত সম্পত্তি বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ পৌরসভা নির্বাচনের প্রচার এই মুহূর্তে নদিয়ায় রয়েছেন দিলীপ ঘোষ ৷ সেখানে কৃষ্ণনগর, শান্তিপুর পৌরসভা এলাকায় প্রচার করছেন তিনি ৷ এ দিন সকালে কৃষ্ণনগরে প্রচারে গিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, নদিয়ার সবক’টি পৌরসভায় তৃণমূল হারবে জেনে বিজেপির নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST