TMC Expels Dissidents : নির্দল প্রার্থী হওয়ায় নদীয়ায় 23 জনকে বহিষ্কার তৃণমূলের - TMC Secretary General Partha Chattarjee
দলের বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে (Bengal Civic Polls 2022) নির্দল প্রার্থী হয়েছেন এমন 23 জনকে দল থেকে বহিষ্কৃত করল নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস (TMC Expels Dissidents Civic Poll Candidates at Nadia) । বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (TMC Secretary General Partha Chattarjee) উপস্থিতিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করে ঘাসফুল শিবির ৷ এদিন নদীয়ার রানাঘাটে তৃণমূলের বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মহুয়া মৈত্র-সহ জেলার নেতৃত্ব ।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022