পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bengal Civic Polls result 2022 : বাঁকুড়ায় বিজেপি সাংসদ এবং বিধায়কের ওয়ার্ডেও সবুজ ঝড় - Bengal Civic Polls result 2022

By

Published : Mar 2, 2022, 5:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

আজ বাঁকুড়া-সহ 107টি পৌরসভার ফলাফল প্রকাশিত হল । জেলার 3টি পৌরসভাতেই তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে (Bankura Municipality Election Result) । বলা চলে, কার্যত সবুজ সুনামি বয়ে গিয়েছে বাঁকুড়া জেলায় । বাঁকুড়ার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে বিজেপি সাংসদ এবং বর্তমান বিধায়কের বাড়ি । এই ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর ছিলেন বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রিশেখর দানা । এইবারের পৌরভোটেও তাঁর নাম প্রার্থীপদে মনোনীত হলেও তিনি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান । তৃণমূল-বিজেপি তরজা শুরু হয় তা নিয়ে । তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছিল, বিজেপি যা-ই করুক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে । বুধবার ফল প্রকাশিত হওয়ার পর তাই দেখা গেল । এই ওয়ার্ডে প্রায় 1200 ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী সোনাই ঘোষাল । এই হারের বিষয়ে বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং সাংসদ সুভাষ সরকার কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details