Bengal Civic Polls Result 2022: স্বাধীনতার পর প্রথম বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ড দখল তৃণমূলের - স্বাধীনতার পর প্রথম বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ড দখল তৃণমূলের
স্বাধীনতার পর এই প্রথমবার বারাসত পৌরসভার 21 ওয়ার্ড দখল করল তৃণমূল (Bengal Civic Polls Result 2022)। দীর্ঘদিন পর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে জয়ের স্বাদ পেলেন তৃণমূল প্রার্থী। আর যার হাত ধরে তা সম্ভব হয়েছে তিনি চিকিৎসক বিবর্তন সাহা। সিপিএম প্রার্থী চন্দ্রনাথ মল্লিককে ২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। জয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূলের চিকিৎসক প্রার্থী বিবর্তন সাহা বলেন, "এই জয় আগামিদিনে দিশা দেখাবে তৃণমূলকে। প্রার্থী হওয়ায় বিরোধীরা আমার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল কেন পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলাম ৷ সমাজসেবা তো অন্যভাবেও করা যায়? "তবে আমি এটুকু বলতে পারি সমাজসেবা করার জন্য একটি প্লাটফর্ম দরকার। তাতে সমাজসেবা আরও ভালভাবে করা যায়। এবার জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবায় নিজেকে আরও নিয়োজিত করব।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST