Shatrughana Sinha At Barabani: বারাবনিতে প্রচারে শত্রুঘ্ন সিনহা - Shatrughana Sinha At Barabani
এমনিতেই শত্রুঘ্ন সিনহা ‘বিহারীবাবু' বলে পরিচিত। বারাবনিতে এসে এবার নিজেকে বাঙালি বলে পরিচয় দিলেন শত্রুঘ্ন সিনহা । আজ বারাবনির পানুরিয়া হসপিটাল ময়দানে একটি জনসভায় শত্রুঘ্ন সিনহা নিজেকে ‘বাঙালিবাবু’ বলেন । যদিও হিন্দিতেই নিজেকে তিনি বাঙালিবাবু বলেছেন। পরে অবশ্য বাংলাতেও বেশ খানিকটা সময় সেই জনসভায় বক্তব্য রাখেন তিনি (Shatrughana Sinha At Barabani)।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST