পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ballygunge By Election 2022 : বালিগঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ল শহর - বালিগঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ল শহর

By

Published : Apr 12, 2022, 11:45 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

বালিগঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ (Ballygunge By Election 2022)। এদিন সকাল থেকেই বালিগঞ্জ উপনির্বাচনের বিভিন্ন কেন্দ্রে দেখা গেল ইলেকশন অবজার্ভার আধিকারিকদের। ভোটকেন্দ্রের ভিতর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং ভোটকেন্দ্রের বাইরে 100 মিটারের মধ্যে রয়েছে কলকাতা পুলিশ। যারা ভোট দিতে আসছেন তাদের কাছে বৈধ কাগজপত্র এবং ভোটার স্লিপ দেখে তারপরেই তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে কেন্দ্রীয় জওয়ানরা। বিভিন্ন জায়গায় রাখা হয়েছে একাধিক এইচআরএফএস-এর গাড়ি। তাছাড়াও বালিগঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে বেশকিছু মোবাইল পিসিআর ভ্যান সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সেগুলি সরাসরি উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হবে। কিন্তু মোটের উপর সকাল থেকে বালিগঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে কোথাও সেভাবে গন্ডগোলের ছবি ধরা পরল না।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details