Sukanta On WB Budget : রাজ্য বাজেট শুধু তৃণমূলের লোকেদের মুখে হাসি ফোটাবে, কটাক্ষ সুকান্তের - Sukanta Majumder Reaction on WB Budget
রাজ্য বাজেট শুধু তৃণমূলের লোকেদের মুখে হাসি ফোটাবে। তাছাড়া রাজ্য সরকারের বাজেটের খুব একটা প্রভাব পড়ে না। কেন্দ্রীয় সরকারের বাজেটের উপরই দেশের অর্থনীতি নির্ভর করে। রাজ্য বাজেটের প্রতিক্রিয়ায় এমনই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজ্য বিধানসভা থেকে গণতন্ত্র উবে গিয়েছে। মুখ্যমন্ত্রী যেভাবে বিধানসভা চালাতে চাইছেন তা থেকেই এটা স্পষ্ট। দলের মহিলা বিধায়কদের দিয়ে রাজ্যপালকে হেনস্থা করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। অখিলেশকে উত্তরপ্রদেশে জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘‘যেখানে হেরে যান সেখানে এভাবে অজুহাত দেন উনি। এজেন্সি দিয়ে ভোটে জেতা যায় না। তাহলে তো সব রাজ্যে জিতত বিজেপি।’’ উত্তরপ্রদেশের ফলের প্রভাব ২০২৪ সালে পড়বে না বলেছেন মুখ্যমন্ত্রী। সুকান্তর কটাক্ষ, ''আমরা গ্যারান্টি দিচ্ছি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST