Student Clash In Kolkata: সল্টলেকের টেকনো ইন্ডিয়া ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ - student clash salt lake techno India campus in Kolkata
ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে উঠল টেকনো ইন্ডিয়া ক্যাম্পাস চত্বর (Student Clash In Kolkata)। ঘটনাস্থলে আসেন বিধাননগর সিটি পুলিশের আধিকারিকরা। কোনও প্রকারে পুলিশের হস্তক্ষেপে ঝামেলা মিটে গেলেও গোটা ক্যাম্পাস চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বিধাননগর সিটি পুলিশের আধিকারিকরা। অভিযোগ, সল্টলেক সেক্টর ফাইভের টেকনো ইন্ডিয়া কলেজে ঝামেলা হয় দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে চতুর্থ বর্ষের ছাত্রদের। ভয় দেখিয়ে ছাত্রছাত্রীকে আটকে রাখারও অভিযোগ ওঠে ৷ নতুন চাকরির ব্যবস্থা করছে না কলেজ কর্তৃপক্ষ সেই ঘটনার পরিপেক্ষিতে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ যে ঘটনাতে আপত্তি জানিয়েছিল দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ৷ এরপরেই দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ঝামেলা হয় ৷ ঘটনাস্থলে যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Student Clash In Kolkata