পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"দিদি জয় শ্রীরাম", মমতাকে দেখে স্লোগান যুবকের - মমতার কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান যুবকের

By

Published : Dec 15, 2020, 8:20 PM IST

Updated : Dec 15, 2020, 10:11 PM IST

আজ কোচবিহার শহরের শিয়োগ্য রোড দিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় তাঁর কনভয় দেখে "জয় শ্রীরাম' বলে স্লোগান দিয়ে ওঠেন এক যুবক ৷ একাধিকবার সেই স্লোগান দিতে থাকেন তিনি । মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীরা ওই যুবককে সরিয়ে দেন । গত লোকসভা ভোটের প্রচারের সময়ও নৈহাটি সহ একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন ৷ একবার তো তা শুনে গাড়ি থেকে নেমে তেড়েও যেতে দেখা গিয়েছিল তাঁকে । বলতে শোনা গিয়েছিল, ''আয় আয় সামনে আয়। বুকের পাটা থাকলে সামনে আয়।" সেই সময় এই যুবকদের "ক্রিমিনাল" বলতেও ছাড়েননি তিনি ৷ হুমকি দিয়ে বলেছিলেন,"উই উইল টেক অ্যাকশন । পুলিশ পুলিশের কাজ করবে''। আজ কিন্তু এমন ঘটনা ঘটেনি ৷ শুধু নিরাপত্তারক্ষীরা ওই যুবককে সেখান থেকে সরিয়ে দেন ৷
Last Updated : Dec 15, 2020, 10:11 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details