কয়লা খাদান থেকে আর ফেরেননি তাঁরা, অপেক্ষায় পরিবার - কুলটির আকনবাগান আদিবাসী পাড়ার তিন যুবক
প্রতি মুহূর্তে চিন্তা ৷ ফিরবেন কি ওঁরা ? পেরিয়ে গেছে তিনদিন ৷ এখনও খোঁজ নেই কুলটির আকনবাগান আদিবাসী পাড়ার তিন যুবক সন্তোষ মারান্ডি, কালিচরণ কিসকু ও বিনয় মুর্মুর । বেআইনি কয়লা খাদানে নেমেছিলেন তাঁরা । বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন । আর উঠে আসতে পারেননি । তিনজনেরই আর বেঁচে থাকার আশা নেই । ইতিমধ্যে ECL-র উদ্ধারকারী দল ব্যর্থ হয়ে ফিরে গেছে । আদৌ কি উদ্ধার হবে দেহ ? প্রিয়জনকে শেষ দেখার আশায় আজও অপেক্ষায় তাঁদের পরিবার ৷
Last Updated : Oct 16, 2019, 7:24 AM IST