রাস্তার জমা জলে ছিপ ফেলে প্রতিবাদ যুব কংগ্রেসের - কাটোয়ায় প্রতিবাদ কংগ্রেসের
বর্ধমানের কাটোয়া রোডে দীর্ঘদিন সারাইয়ের কাজ না হওয়ায় রাস্তায় বড় বড় গর্ত দেখা দিয়েছে ৷ বর্ষা শুরু হলেই সেখানে জল জমতে শুরু করে ৷ গতকাল সকালে রাস্তার জমা জলে মাছের ছিপ ফেলে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় জেলা যুব কংগ্রেস । দেখুন ভিডিয়োয়..