বিয়ের দাবিতে ধরনা, মারধর খেয়ে হাসপাতালে প্রেমিক - বিয়ের দাবিতে ধরনা
দু'বছরের প্রেম । কিন্তু, প্রেমিকার পরিবারের আপত্তিতে সম্পর্ক ভাঙতে বসেছিল । বিয়ের দাবিতে ধরনায় বসে ধুপগুড়ির রাজধানী পাড়ার রাকেশ রায় । অভিযোগ, ধরনায় বসার কিছুক্ষণ পরই তাকে বেধড়ক মারধর করে প্রেমিকার বাবা ও দাদা । গুরুতর জখম অবস্থায় রাকেশকে ধুপগুড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে ।