পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মমতার মঙ্গল কামনায় মহাযজ্ঞ - Yagya for Mamata Banerjee's good health

By

Published : Jan 23, 2021, 6:06 PM IST

বাংলার মানুষের কল্যাণের স্বার্থে, গোটা দেশের মঙ্গল কামনায় ও সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা ও তার সুস্থতার জন্য পুরশুড়ার ডিহিবাতপুর গ্রামের কালিমন্দিরে এক মহাযজ্ঞের আয়োজন করা হয় । মন্দিরে সকাল থেকেই হাজির ছিলেন তৃণমূল জেলা ও ব্লক পর্যায়ের একাধিক নেতৃত্ব । তাঁদের বক্তব্য, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার জন্যই এই মহা যজ্ঞের আয়োজন । উল্লেখ্য হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পুরশুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানেই পূজা পাঠ ও মায়ের দর্শন করতে হাজির হন সবাই । হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ চক্রবর্তী, পুরশুড়া ব্লক সভাপতি কিংকর মাইতি , জেলার যুব সভাপতি গোপাল রায় , তৃণমূল নেতা স্বপন নন্দী সহ একাধিক নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details