পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমরা কেউই এখন আর নিরাপত্তার বলয়ে নেই : কৌষিকী দাশগুপ্ত - মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত

By

Published : Jun 20, 2019, 1:46 AM IST

সোমবার রাতে এক্সাইড মোড়ে হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । সোশাল মিডিয়ায় তিনি নিজেই সে কথা জানান । এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন বুদ্ধিজীবী মহলের অনেকেই । সেই তালিকায় রয়েছেন কবি কৌষিকী দাশগুপ্ত । তিনি বলেন, "আদৌ আমরা কেউ যে নিরাপত্তার বলয়ে নেই সেই আশঙ্কাটা এখন তৈরি হয়েছে । পুলিশের উচিত ক্যাব সংস্থাগুলির উপর বাড়তি নজরদারি রাখা ।"

ABOUT THE AUTHOR

...view details