পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনায় গঙ্গা জল ও ফুল ছাড়াই পুষ্পাঞ্জলি - ganga water and flowers

By

Published : Nov 23, 2020, 9:02 PM IST

গঙ্গা জলের পরিবর্তে স্যানিটাইজ়ার ,ফুল ছাড়াই পুষ্পাঞ্জলি দেওয়া হল চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নবমীতে। কোরোনা পরিস্থিতির মধ্যেই অনেকটাই ম্লান জগদ্ধাত্রীর পুজোর মণ্ডপগুলি। কিন্তু পূজা অর্চনায় খামতি নেই । কোরোনা থেকে মুক্তি পেতে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিয়ে জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা জানিয়েছেন, যে আগামী বছরে যেন কোরোনা মুক্ত হতে পারে পৃথিবী। কোরোনার কারণে কিছু কিছু অনুষ্ঠান বন্ধ রেখেছে বারোয়ারিগুলি। বেশ কয়েকটি পূজা কমিটি নবমীতে অন্নভোগ বন্ধ রাখলেও সাধারণ মানুষের জন্য মানুষের তাগিদেই অনেকে পার্সেলের ব্যবস্থা করেছে অন্ন ভোগের । একদিকে যেমন চন্দননগর বাগবাজার চৌমাথা ,দৈবক পাড়া ও বড়বাজার সহ বেশকিছু বারোয়ারি অন্নভোগ বন্ধ রেখেছে, অন্যদিকে মনসাতলা, চার মন্দিরতলা সহ বেশি কিছু বারোয়ারি অন্ন ভোগের পার্সেলের ব্যবস্থা করেছে।

ABOUT THE AUTHOR

...view details