World Mangrove Day : সুন্দরবনে পালিত হল বিশ্ব ম্যানগ্রোভ দিবস - sundarban police
আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস ৷ সেই উপলক্ষে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু হল ৷ যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনের মানুষের প্রাণ রক্ষা করেছে এই ম্যানগ্রোভ অরণ্য। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ও সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ রোপণের উপরে। ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ এছাড়াও উপস্থিত ছিলেন সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, জেলাশাসকের প্রতিনিধি ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌভিক মুখোপাধ্যায় সহ অনেকে ৷ এদিন প্রায় 30 হেক্টর জমিতে ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করা হয় ৷